Currently Empty: ৳ 0.00
আমাদের কিছু কথা
পপুলার ইসলামিক স্কুল একদল তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরিকৃত ভার্চুয়াল লাইভ শিক্ষামূলক প্লাটফর্ম।
আল-কুরআন শিক্ষা, আরবী ভাষা শিক্ষা, কিডস কোর্স ও অন্যানো স্কিল ডেভলপমেন্ট মূলক কোর্সের মাধ্যমে সহায়তা করে আপনার স্কিলকে আরো সমৃদ্ধ করতে আমরা কাজ করে যাচ্ছি। আল-কুরআন শিক্ষা কোর্সটি সকলের জন্য উন্মুক্ত । এই উদ্দোগের মাধ্যমে সকলকে আল-কুরআন পড়ায় আলোকিত করে পড়ার পারদর্শীতা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। তাছাড়া আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগের সাথে যুগোপযোগি করে সফলতার সর্ব্বোচ্চ শিখরে শিক্ষার্থীদের পৌছানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এমনকি শিশুরাও যাতে পিছিয়ে না পড়ে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।
অনলাইন শিক্ষার মাধ্যমে মানুষের জীবন উন্নয়নের চিন্তা থেকেই পপুলার ইসলামিক স্কুল এখন দিচ্ছে নতুন শিক্ষাগত এবং দক্ষতা বিকাশের কোর্স। তাই আমরা আমাদের ওয়েবসাইটকে মানসম্পন্ন কোর্সে সমৃদ্ধ করেছি যা সকলকে একটি নতুন স্কিল শিখতে এবং জীবনে সফল হতে সাহায্য করবে ইংশাআল্লাহ।
পাশাপাশি আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে উৎসাহ প্রদান ও মানবসেবামূলক কাজে তহবিল প্রদান করে থাকি। সুতরাং পিছিয়ে থাকবে না আর কেউই । ইংশাআল্লাহ আমরা আপনাকে শিখাব এবং আপনার কাছে থেকে শিখব।
আব্দুর রহমান (ফাউন্ডার এন্ড সিইও-পপুলার ইসলামিক স্কুল)
(আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিস—-ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়)
(কামিল—-আরবি সাহিত্য) ( কামিল—-হাদিস)
(আইসিটি- দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র)
(গ্রাফিক্স —দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র)